Skip to main content

১৬ তম শিক্ষক নিবন্ধন ( MCQ) শেষ মুহূর্তের প্রস্তুতি

১৬ তম শিক্ষক নিবন্ধন ( MCQ) শেষ  মুহূর্তের প্রস্তুতি👈

১. পল্লী উন্নয়ন একাডেমি ( RDA) অবস্থিত → বগুড়া

২. গোবি মরুভূমি অবস্থিত → এশিয়া

৩. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম → বরিশাল

৪. তিতাস উপজেলা অবস্থিত → কুমিল্লা

৫. ADB এর সদর দপ্তর → ম্যানিলায়

৬. নেদারল্যান্ডের মুদ্রার নাম → গিল্ডার / ইউরো

৭. মালয়েশিয়ার মুদ্রার নাম → রিংগিট

৮. মায়ানমারের মুদ্রার নাম → কিয়াট

৯. OIC এর বর্তমান নাম → Organization of Islamic Cooperation (প্রতিষ্ঠিত : ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে)

১০. ঢাকা বাংলার রাজধানী হয় → ১৬১০

১১. কোন দেশের সংবিধান অলিখিত → ব্রিটেন

১২. সিডর শব্দের অর্থ → চোখ

১৩. UNESCO সদর দপ্তর → প্যারিসে

১৪. বাংলাদেশের ' কৃষি দিবস ' → পহেলা অগ্রহায়ণ

১৫. বিশ্ব শিক্ষক দিবস → ৫ অক্টোবর

১৬. জাতীয় স্মৃতি সৌধের স্থাপতি → সৈয়দ মঈনুল হোসেন

১৭. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি → হামিদুর রহমান

১৮. মুক্তিযুদ্ধে সাবসেক্টর ছিল → ৬৪টি

১৯. ঢাকা সেক্টর ছিল → ২

২০. মেহেরপুর / মুজিবনগর সেক্টর → ৮

২১. অভ্যন্তরীন নৌপথ ও সমুদ্র উপকূলীয় সেক্টর → ১০

২২. কম্পিউটারের মস্তিষ্ক → CPU

২৩. বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ → ১৯৭৪ সালে

২৪. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ → ভোলা

২৫. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস → প্রাকৃতিক গ্যাস

২৬. বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত → তুরস্ক

২৭. টোপর হলো → দেশী শব্দ

২৮. দেশি শব্দ → টোপর, কুলা, ঢেঁকি, কুঁড়ি, ডাব, পেট

২৯. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে → সমানাধিকরণ বহুব্রীহি

৩০. পকেট মার → বহুব্রীহি সমাস

৩১. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদিষ্ট → সাধু ভাষা

৩২. সারাংশের মূল উদ্দেশ্য → অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা

৩৩. মহাকীর্তি = মহতী যে কীর্তি

৩৪. হৃদয়াবেগ প্রকাশ করতে হয় → বিস্ময় চিহ্ন দিয়ে

৩৫. বাক্যে সেমিকোলন (;) থাকলে থামতে হয় → ১ বলার দ্বিগুণ সময়

৩৬. ব্যাসবাক্যের অপর নাম → বিগ্রহ বাক্য

৩৭. সাহিত্যের প্রাচীন নিদর্শন → চর্যাপদ

৩৮. বানান → ক্ষুৎপীড়িত

৩৯. পত্র শব্দের ব্যবহারিক / অাভিধানিক অর্থ → চিহ্ন বা স্বারক

৪০. অাঞ্চলিক ভাষার অপর নাম → উপভাষা

৪১. এই ঘরটি ভাড়া দেয় হবে → This house is to let

৪২. ডাক্তার রোগীর নাড়ী দেখলেন → The doctor felt the pulse of the patient

৪৩. এক টাকার ভাংতি দাও → Give me a taka change

৪৪. দৃশ্যটি অতি মনোরম → The scenery is very charming

৪৫. The baby is always full of smiling → শিশুটির মুখে হাসি লেগেই অাছে।

৪৬. He asked me to do it → তিনি অামাকে এটা করতে বলছিলেন।

৪৭. patience is bitter but its fruit sweet→ সবুরে মেওয়া ফলে

৪৮. The noun form ' beautiful ' → beauty

৪৯. The verb form ' ability ' → enable

৫০. বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন বসে → কমা

৫১.' ইঁদুর কপালে ' বিপরীত বাগধারা → একাদশে বৃহস্পতি

৫২. বানান → শুশ্রূষা

৫৩. বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক → প্রমথ চৌধরী

৫৪. সারাংশ বা সারমর্ম কয়টি অনুচ্ছেদ লিখতে হয় → একটি

৫৫. দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে বলে → গুরুচণ্ডালী দোষ

৫৬.'সারাংশ লিখন ' শিক্ষার উদ্দেশ্য → বক্তব্য সংক্ষেপণ

৫৭. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী → চলিত রীতি

৫৮. বানান → দরিদ্রতা

৫৯. অাপাদমস্তক → অব্যয়ীভাব সমাস

৬০.ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলে → সমস্যমান পদ

৬১. ভাব- সম্প্রসারণের ক্ষেত্রে দোষ → একই কথার পুনরাবৃত্তি

৬২. কুল কাঠের অাগুন → তীব্র জ্বালা

৬৩. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতি → সেমিকোলন

৬৪. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে যে সমাস হয় → দ্বিগুসমাস

৬৫. The man is in great trouble → লোকটা খুবই অসহায়
৬৬. The rains have set in → বর্ষাকাল শুরু হয়েছে

৬৭. Suddenly he began to weeping → হঠাৎ সে কাঁদতে শুরু করল

৬৮. were the birds chirping? → পাখিরা কি কিচিরমিচির করছিল?

৬৯. এটা কি ধরনের ফুল ? → what kind of flower is it ?

৭০. বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক → May Bangladesh prosper day by day

৭১. চরিত্র জীবনের মুকুট → Character is the crown of life

৭২. দয়া একটি মহৎ গুন → Kindness is a great virtue

৭৩. বিপদ কখনো একা অাসেনা → Misfortune never comes alone

৭৪. বাংলা সনের প্রবর্তক → সম্রাট অাকবর

৭৫. গ্রিনহাউজ প্রভাব সৃষ্টির জন্য দায়ী → সি. এফ. সি গ্যাস

৭৬. হিমছড়ি অবস্থিত → কক্সবাজার

৭৭. মোরাসমাস রোগের ফলে → পেশী ও মেদ ক্ষয় হয়।
৭৮. বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে → ১৯৭৪ সালে

৭৯. বাংলাদেশের সবচেয়ে উত্তরে স্থান → বাংলাবান্ধা

৮০. কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না → সৌদি অারব

৮১. কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস → USA

৮২. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ → একই হয়

৮৩. কম্পিউটারের কাজের গতি প্রকাশ হয় → ন্যানো সেকেন্ডে

৮৪. চীনের দুঃখ নামে পরিচিত → হোয়াংহো নদী

৮৫. স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে → অায়রন, জিংক

৮৬. উদ্ভিদের পাতা হলদে হয় → নাইট্রোজেনের অভাবে

৮৭. হেপাটাটিস ' বি' ভাইরাস অাক্রমণ করে → যকৃতে

৮৮. কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক → ৪ ডিগ্রি

৮৯. পেনিসিলিয়াম অাবিষ্কার করেন → অালেকজান্ডার ফ্লেমিং

৯০. মহাশূন্য থেকে পৃথিবীতে অাগত রশ্মির কণাকে বলে → কসমিক রশ্মি

৯১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম → নাথান কমিশন (১৯১২ সালে) সদস্য ছিল : ১৩ টি

৯২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় → ১৯২১ সালে

৯৩. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব → ৬৭৬ জন

৯৪. বীরশ্রেষ্ঠ হলো → ৭ জন
৯৫. বীর উত্তম → ৬৮ জন
৯৬. বীর বিক্রম → ১৭৫ জন
৯৭. বীর প্রতীক → ৪২৬ জন

৯৮. পানিতে দ্রবীভূত হয় না → ক্যালসিয়াম কার্বনেট

৯৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান
একুশে পদক পান → ১৯৮০ সালে

১০০. C.N.G ( সি.এন.জি) হলো → রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস

১০১. C.N.G ( সি.এন.জি)→ Compressed Natural Gas

১০২. কোন হরমোনের অভাবে শিশু বামন হয় → থাইরক্সিন
১০৩. অ্যানথ্রাক্স রোগের টিকা অাবিষ্কার করেন → লুইপাস্তুর, ১৮৮১
১০৪. ভবদহ বিল অবস্থিত → যশোরে
১০৫.' লেডি উইথ দি ল্যাম্প ' কার উপাধি → ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১০৬. পঞ্চইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পী → মকবুল ফিদা হোসেন
১০৭. ফেয়ার ফ্যাক্স → মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
১০৮. অান্তর্জাতিক মানবাধিকার দিবস → ১০ ডিসেম্বর
১০৯. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদে মানবাধিকার চুক্তি গৃহীত হয়।
১১০. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের নাম → BTCL
১১১. শান্ত সাগর অবস্থিত → চাঁদে
১১২.রাতকানা রোগ হয় → ভিটামিন - এ অভাবে
১১৩. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম → বঙ্গকামরূপী
১১৪. ভাষার কোন রীতি পরিবর্তনশীল → চলতি রীতি
১১৫. বাংলা ভাষার লেখ্য রূপ → দুটি( সাধু এবং চলতি)
১১৬. সমুদ্র শব্দের সমার্থক → নদীকান্ত , পয়োধি , সাগর , রত্নাকর , জলধি , সিন্ধু , বরিধি , জলধর , পাথরে , জলনিধি।
১১৭. দুটি পদের সংযোগস্থলে বসে → হাইফেন
১১৮. অম্বু শব্দের অর্থে → জল , সলিল , বারি , অপ , উদক , তোয় , পানি , নীর
১১৯. লেখার সময় বিশ্রামের জন্য অামরা যে চিহ্ন ব্যবহার করি → বিরাম চিহ্ন। কমা(,) ,দাঁড়ি(।) ,কোলন (;) ,ড্যাস ( -)
১২০. মনমাঝি → মন রূপ মাঝি ( রূপক কর্মধারয়)
১২১. বিরাম চিহ্ন ব্যবহার করা হয় → বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য
১২২. ব্যাখার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই → ভাবসম্প্রসারণ
১২৩. কোন বাগধারাটির অর্থ "চির শান্তি" → রাবনের চিতা
১২৪. ফপর দালালি বাগধারাটি → গায়ে পড়ে মাতব্বরী
১২৫. বানান : দীনতা
১২৬. সমাসের রীতি কোন ভাষা থেকে অাগত → সংস্কৃত
১২৭. পর্বত শব্দের সমার্থক → গিরি , শৈল , পাহাড় , অদ্রি , ভূধর , নগ , গিরিবাজ , সমীধর , একাধর, ক্ষিত্রিধর।
১২৮. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " উক্তিটি → জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
১২৯. ইঁদুর কপালে বাগধারাটি → মন্দ ভাগ্য
১৩০. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ → ১০টি
১৩১. বাংলা ভাষায় মাত্রাযুক্ত বর্ণ→ ৩২টি
১৩২. বাংলা ভাষায় অর্ধমাত্রা বর্ণ→ ৮টি
১৩৩. গায়ে হলুদ → বহুব্রীহি সমাস
১৩৪. সূর্য শব্দের সমার্থক → রবি , তপন , অাদিত্য , সভাকর , দিবাকর , দিনেশ , দিনমনি , দিনপতি , ভানু , মার্তন্ড , দিকবায়ু , দিত্রভানু
১৩৫. গায়ে মানে না অাপনি মোড়ল → He is a self - styled leader
১৩৬. Call a spade a spade → স্পষ্টাস্পষ্টি কথা বলা
১৩৭. The elephant is the largest Quadruped animal in the world → হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রানী
১৩৮. বর্ষা শুরু হয়েছে → The rains have set in
১৩৯. অামি এটা না করে পারলাম না → I could not help doing it
১৪০. Look before you leap → ভাবিয়া করিও কাজ
১৪১. It is raning cat and dogs → মুষলধারে বৃষ্টি হচ্ছে।
১৪২. He has killed himself → সে অাত্নহত্যা করেছে
১৪৩. Diamond cuts diamond → মানিকে মানিক চেনে
১৪৪. I am badly hard up → অামার টাকার খুব অনটন হয়েছে
১৪৫. জাতীয় সংসদের অধিবেশন অাহ্বান করেন → রাষ্ট্রপতি
১৪৬. ঢাকায় রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার → ইসলাম খান
১৪৭. ইউরোপীয় বনিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল → পতুর্গীজরা
১৪৮. মানুষের গড় অায়ু সবচেয়ে বেশী → জাপান
১৪৯. জাপানের পার্লামেন্টের নাম → ডায়েট
১৫০. নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় → মাউরি
১৫১. দুধে থাকে → ল্যাকটিক এসিড
১৫২. ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট
১৫৩. '' কবর '' নাটকটির রচয়িতা → মুনীর চৌধুরী
১৫৪. এপিকালচার → মৌমাছি চাষ
১৫৫. অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন → ব্রেইল
১৫৬. বিশ্বে কার্বন ডাই অক্সাইড নি:সরনে শীর্ষ দেশ → চীন
১৫৭. ২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → স্পেন
১৫৮. ২০১৪ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → জার্মানি
১৫৯. ২০১৮ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → ফ্রান্স (২য় শিরোপা)
১৬০. বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি অাছে → ভারতের
১৬১. কোন দেশের মুদ্রায় বৃটেনের রানীর ছবি অাছে → কানাডা
১৬২. গিন্নী → অর্ধতৎসম শব্দ
১৬৩. বাড়ি বা রাস্তার নামের পরে যতি চিহ্ন বসে → কমা
১৬৪. যার কোন মূল্য নেই '' এর সমার্থক → ঢাকের বায়া
১৬৫. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র → বিজ্ঞপ্তি
১৬৬. শুকনো → চলতি রীতির শব্দ
১৬৭. বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটি → অক্ষম ব্যাক্তির বৃথা অাস্ফালন
১৬৮. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ → প্রাপকের ঠিকানা
১৬৯. সাক্ষী গোপাল বাগধারাটি → নিষ্ক্রিয় দর্শক
১৭০. পাউরুটি → পর্তুগিজ শব্দ
১৭১. গরমিল → মিলের অভাব
১৭২. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে → কমা
১৭৩. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন → ১২টি
১৭৪. বানান → মধুসূদন দও
১৭৫. সাতসমুদ্র → দ্বিগু সমাসের সমস্ত পদ
১৭৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলে → সমস্যমান পদ
১৭৭. শিরোনামের প্রধান অংশ → প্রাপকের ঠিকানা
১৭৮."ইঁদুর কপালের" এর বিপরীত বাগধারা → একাদশে বৃহস্পতি
১৭৯. পর্তুগীজ শব্দ → অানারস , অালমারি , গুদাম
১৮০. তেপান্তর → দ্বিগু সমাস
১৮১. উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে → উপপদ তৎপুরুষ সমাস বলে
১৮২. হাতি " শব্দের সমার্থক নয় → উরগ
১৮৩. হাতি শব্দের সমার্থক → করী , দ্বীপ , মাতঙ্গ , গজ, নাগ , কুঞ্জন, দন্তী , দ্বীরদ, হস্তী , বারণ
১৮৪.'' কোরক '' শব্দের সমার্থক → কুঁড়ি , মুকুল , কলি , কলিকা , বউল
১৮৫. গৌরচন্দ্রিকা '' বাগধারাটি → ভূমিকা
১৮৬. মেঘ শব্দের সমার্থক → ঘন , বারিদ , জলধর , অম্বুদ , পয়োধর , নীরদ , জলদ , বলাহক।
১৮৭. সোম শব্দের অর্থ → বিধু
১৮৮. কাঁচামিঠা → যা কাঁচা তাই মিঠা
১৮৯. সমাস নিষ্পন্ন পদকে বলে → সমস্ত পদ
১৯০. একটি পত্রের প্রধান অংশ → দুইটি
১৯১. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত → ইন্দো- ইউরোপীয়
১৯২. বানান → অাকাঙ্ক্ষা , গ্রামীণ , দারিদ্র্য , দুরন্ত
১৯৩. ''বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্টতর'' এর শুদ্ধ → বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
১৯৪. "স্বেচ্ছাচারী ব্যাক্তি " বাগধারাটি → ধর্মের ষাঁড়
১৯৫. জোসনা → সাধুরীতি শব্দ
১৯৬. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে → সেমিকোলন
১৯৭. দ্বিগু সমাসে কোন পদ প্রধান → পরপদ
১৯৮. নবপৃথিবী → নব যে পৃথিবী
১৯৯. বানান → সাত্ত্বনা
২০০. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় → অব্যয়
২০১. বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ → চীন
২০২. কঙ্গোর রাজধানী → ব্রাজাভিল
২০৩. ইন্টারনেটের জনক → Vinton Gray Cerf
২০৪. বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় → ৮ সেপ্টেম্বর
২০৫. নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারী → শিরিন এবাদি

২০৬. নোবেল বিজয়ী সর্বশেষ মুসলিম নারী → মালালা ইউসুফ জাই ২০১৪ সালে
২০৭. দুই মহাদেশে অবস্থিত নগরী → ইস্তাম্বুল যা ট্রয়নগরী নামে পরিচিত
২০৮. সুনামীর কারন → সমুদ্রতলের ভূমিকম্প
২০৯. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়→ রঞ্জনরশ্মি।
২১০. তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে প্রথম হাইটেক পার্ক → গাজীপুর জেলার কালিয়াকৈর
২১১. ম্যালেরিয়ার ঔষধ 'কুইনিন 'পাওয়া যায় কোন গাছ থেকে → সিনকোনো
২১২. বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী → মোহাম্মদ অাবদুল মোহিত
২১৩. NASA (নাসা) → মহাকাশ গবেষনা কেন্দ্র
২১৪. স্বোপার্জিত স্বাধীনতা '' স্থপতি → শামীম সিকদার
২১৫. সেপ্টেম্বর অন যশোর রোড় " রচয়িতা → এলেন গিন্সবার্গ
২১৬. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে → বুড়িগঙ্গা
২১৭. বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে → ব্রাক্ষী লিপি
২১৮. I hardly go out after dusk → অামি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই
২১৯. বাংলা ভাষার মূল উৎস → প্রাকৃত ভাষা
২২০. রেস্তোরা → ফরাসি শব্দ
২২১. বুনো → চলতি ভাষা
২২২. বাংলাভাষায় যতি চিহ্নের প্রচলন করেন → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২২৩. পত্রের দুটি অংশ থাকে → শিরোনাম ও পত্রগর্ভ
২২৪. বক ধার্মিক বাগধারাটি → ভন্ড
২২৫. বিড়াল তপস্বী বাগধারাটি → কপট সাধু ধার্মিক
২২৬. ব্যাঙের অাধুলি বাগধারাটি → অহংকারী ব্যক্তি
২২৭. ব্যাঙে সর্দি বাগধারাটি → মিথ্যা ভয়
২২৮. অন্ধের ষষ্ঠি বাগধারাটি → একমাত্র অবলম্বন
২২৯. অাশীবিষ → অাশীতে বিষ যার ( বহুব্রীহিসমাস).
২৩০. ব্যাকরণ কোন ভাষার শব্দ → সংস্কৃতি
২৩১. হিন্দি শব্দ → চানাচুর , গাং , টুপি , পানি , কুফা , জুতা
২৩২. উদ্ধৃতি চিহ্ন কত প্রকার → ২ প্রকার
২৩৩." ফাঁকা অাওয়াজে কাজ অাদায় " সমার্থক বাগধারা → কথায় চিড়া ভাজা
২৩৪. হরতাল → গুজরাটি শব্দ
২৩৫. সারাংশ কোন পুরুষে লিখতে হয় → প্রথম পুরুষ
২৩৬. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় → বিলুপ্ত বর্ণের জন্য
২৩৭. পরীক্ষা → পরি + ঈক্ষা
২৩৮. ভাবের সুসংগত প্রসারণের নাম → ভাব - সম্প্রসারণ
২৩৯. সারাংশে প্রয়োজন → সরলতা, সংক্ষেপন , প্রাঞ্জলতা
২৪০. অামি তাকে দু'বছর যাবৎ চিনি → I know her for two years
২৪১. সূর্য উঠেছে → The sun is up
২৪২. It is really a vexed qusestion → এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন
২৪৩. The clouds rolled away → মেঘ কেটে গেল
২৪৪. A little learning is a dangerous thing → অল্পবিদ্যা ভয়ংকর
২৪৫. Sathi is known to me → সাথী অামার পরিচিত
২৪৬. Time and tide wait for none → সময় ও জলস্রোত কারও জন্য অপেক্ষা করে না।
২৪৭. Don't cry down your enemy → শত্রুকে খাটো করে দেখো না
২৪৮. সে গতকাল বাড়ি এসেছে → He came home yesterday
২৪৯. The noun form know → knowledge
২৫০. The road runs ---- hill and plain.

Comments

Popular posts from this blog

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব মুমিনের লক্ষ্য ও উদ্দেশ্য কুরআন انى وجهت وجهى للذي فطر السموات والارض حنيفا وما انا من المشركين ـ (انعام ـ 79) উচ্চারণ: : ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিইয়া লিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকীন। (১) আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি যমীন ও আসমানসমূহকে সৃষ্টি করেছেন এবং আমি কনিকালেও মুশরিকদের মধ্যে শামিল নই। (সূরা আনয়াম: ৭৯) قل ان صلاتى ونسكى ومحياي ومماتى لله رب العلمين ـ (انعام :162) উচ্চারণ: : কুল ইন্না ছালাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়াইয়া ওযা মামাতী লিল্লাহি রাব্বিল আ’লামীন। (২) বল, আমার নামায, আমার যাবতীয় ইবাদত, আমরা জীবন ও মৃত্যু সবকিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য। (সূরা আনয়াম: ১৬২) وما خلقت الجن والانس الا ليعبدون ـ (ذارية ـ 56) উচ্চারণ: : ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া’বুদূন। (৩) আমি জ্বিন ও মানুষকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার বন্...

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে।

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে। SAARC এর সদস্যঃ Exclusive টেকনিকঃ NIPA MBBS পড়তে আগ্রহী। NIPA = নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্থান। MBBS= মালদীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলংকা। ECO – ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ আইতু + ৭ স্তান। =আজারবাইজান, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, কিনঘিজিস্তান, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। D-8 ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ বাপ মা নাই তুমিই সব। বাংলাদেশ, পাকিস্তান, মালয়শিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান। ASEAN এর সদস্যঃ Exclusive টেকনিকঃ MTV তে FILM দেখলে BCS হবে না। Mayanmar, Thailand, Vietnam, Phillipines, Indonesia, Laos, Malaysia, Brunei, Cambodia, Singapore. Super Seven এর সদস্যঃ Exclusive টেকনিকঃ থামাই+ সিতাদহ থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর, তাইওয়ান, দঃ কোরিয়া, হংকং। থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া + FOUR TIGERS. Scandinavian States এর সদস্যঃ Exclusive টেকন...

সাইয়েদ কুতুব শহীদের জীবনী

ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ সাইয়েদ কুতুব শহীদ জন্ম ও শিক্ষাজীবন সাইয়েদ কুতুবের মূল নাম হলো সাইয়েদ ; কুতুব তার বংশীয় উপাধি। তার পূর্বপুরুষরা আরব উপদ্বীপ থেকে এসে মিসরের উত্তরাঞ্চলে বসবাস শুরু করেন। তার পিতার নাম হাজী ইবরাহীম কুতুব। তিনি চাষাবাদ করতেন। তার মাতার নাম ফাতিমা হোসাইন উসমান , যিনি অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। তারা মোট দুই ভাই এবং তিন বোন ছিলেন। ভাইরা হলেন সাইয়েদ কুতুব এবং মুহাম্মাদ কুতুব। আর বোনেরা হলেন হামিদা কুতুব এবং আমিনা কুতুব। পঞ্চম বোনের নাম জানা যায়নি। সাইয়েদ কুতুব ছিলেন সবার বড়। তারা সব ভাই-বোনই উচ্চশিক্ষা লাভ করেন এবং ইসলামী আন্দোলনের জন্য প্রভূত ত্যাগ স্বীকার করেন। সাইয়েদ কুতুব ১৯০৬ সালে মিসরের উসইউত জিলার মুশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার আম্মা ফাতিমা হোসাইন উসমান অত্যন্ত দ্বীনদার ও আল্লাহভীরু মহিলা ছিলেন। সাইয়েদের পিতা হাজী ইবরাহীম চাষাবাদ করতেন কিন্তু তিনিও ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও চরিত্রবান। কর্মজীবন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সাইয়েদ কুতুবের শিক্ষা শুরু হয়। মায়ের ইচ্ছানুসারে তিনি শৈশবেই কোরআন হেফয করেন। পরবর্তীকালে তার পিতা কায়রো ...