#১৩৭৮_পদের_সরকারি_মাধ্যমি_বিদ্যালয়ের
#সহকারী_শিক্ষক_নিয়োগ_প্রস্তুতি
#সিলেবাস_মানবণ্টন
#পরীক্ষা_পদ্ধতি
#বই_সাজেশন
কি পড়বেন ও কিভাবে পড়বেন ইত্যাদি….
সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। লিখিত এবং মৌখিক।
লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায়,
বাংলা অংশে ৫০টি;
ইংরেজি ৫০টি;
সাধারন জ্ঞান,
(বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) ৪০টি; এবং
গণিত ও মানসিক দক্ষতা থেকে ৬০টি;
নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে।
প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। অর্থাৎ দুইটি উত্তর ভুল হলেই প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
★ কি পড়বেন ও কিভাবে পড়বেনঃ
শুরুতে ২০১৫ থেকে ২০১৮ সালে সরকারি কর্ম কমিশনের অধীনে যতগুলো পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো খুব ভালভাবে দেখে নিন। এতে পিএসসির প্রশ্ন সম্পর্কে একটা ধারনা হবে। পরীক্ষায় এসব প্রশ্ন থেকে কিছু কমনও পাবেন।
এবার দেখে নিন বিষয়ভিত্তিক প্রস্তুতি….
.
★ বাংলাঃ
বাংলা অংশে ব্যাকরণের,
ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে।
সাহিত্য অংশে জানতে হবে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিত ও কবি পরিচিতি অংশটুকু পড়তে হবে।
★ ইংরেজিঃ
ইংরেজি গ্রামারের Right forms of verb, Tense, Number, Gender, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction- থেকে প্রশ্ন আসে।
Phrase and Idoims, Synonym, Antonym। ইংরেজি থেকে বাংলা অনুবাদও পড়তে হবে।
ইংরেজি সাহিত্য থেকে লেখকদের নাম, তাদের যুগ, তাদের বিভিন্ন সাহিত্যকর্ম, কিছু লিটারেরি টার্মস, কে কে নোবেলজয়ী, কোন নাটক, উপন্যাস বা কবিতা কে লিখেছেন এবং এসব নাটক বা উপন্যাসের বিখ্যাত লাইন ও বিভিন্ন চরিত্র থেকে প্রশ্ন আসতে
পারে।
–
★ গণিতঃ
গণিতে মার্কস পাওয়া তুলনামূলক সহজ। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি, ভগ্নাংশ থেকে
প্রশ্ন আসে।
বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে, যাতে প্রশ্ন দেখামাত্রই সূত্র
প্রয়োগ করে ফল বের করা যায়।
জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ
★ মানসিক দক্ষতাঃ
মানসিক দক্ষতা থেকে ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা এবং সম্পর্ক (রক্ত, সময়) ও দিক নির্নয় ক্ষমতা থেকে প্রশ্ন আসতে পারে।
–
★ সাধারণ জ্ঞানঃ
বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,
অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস, বিখ্যাত ব্যক্তির জীবনী থেকে প্রশ্ন আসতে পারে। আর আন্তর্জাতিক অংশে বৈশ্বিক ইতিহাস, ভূ রাজনীতি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ও
বিশ্বের চলমান ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে প্রশ্ন থাকে।
আপনি চাইলে আপনার নিজের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন।
তবে যেভাবেই হোক প্রচুর পড়তে হবে, পরিশ্রম করতে হবে। প্রত্যেক বিষয়ের জন্যই আলাদাভাবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।
অবহেলা করা যাবেনা।
কারন,
আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে।
যে চাকরি করে আপনার জীবন চলবে সেই চাকরির জন্য অন্তত দৈনিক ১২-১৫ ঘণ্টা করে পড়ালেখা করুন।
যারা নেগেটিভ কথা বলবে তাদের থেকে দূরে থাকতে হবে। ভালোভাবে বুঝে পড়লে সেটা ঠিকই কাজে লাগবে। পড়ালেখা কখনো বৃথা যায়না। যেকোন ভাবে এর সুফল আপনি পাবেনই। ভালো প্রস্তুতেই ভালো পরীক্ষা, আর এর মাধ্যমেই ভালো চাকরি পাওয়া সম্ভব।
তাই নিজের ও পরিবারের স্বপ্নপূরনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করুন।
সবার জন্য শুভকামনা।
Comments
Post a Comment