Skip to main content

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়: ২০১৯ #_প্রস্তুতিমূলক_সাজেশনস

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়: ২০১৯
#_প্রস্তুতিমূলক_সাজেশনস
:০২

১.প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী?
উঃ ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল
(৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন।
২.প্রশ্নঃ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়?
উঃ প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।
৩.প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
উঃ ৪৯টি।
৪.প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি।
৫.প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৬.প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৭.প্রশ্নঃ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৮.প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উঃ শুক্র।
৯.প্রশ্নঃ সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উঃ বুধ ও শুক্র গ্রহের।
১০.প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
উঃ শনির (২২টি)।
১১.প্রশ্নঃ বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ৮৮ দিনে।
১৪.প্রশ্নঃ শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ২২৫ দিনে।
১৫.প্রশ্নঃ শুক্র কী নামে পরিচিত?
উঃ শুকতারা বা সন্ধ্যা তারা।
১৬.প্রশ্নঃ পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?
উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।
১৭.প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?
উঃ প্রায় ১২,৬৬৭ কি.মি.।
১৮.প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
উঃ চাঁদ।
১৯.প্রশ্নঃ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?
উঃ ৩,৮৪,০০০ কি.মি.।

২২.প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?
উঃ ২১ জুন।
২৩.কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?
উঃ ২২ ডিসেম্বর।
২৪.কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে?
উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
২৫.বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ৪,৩৩৩ দিনে।
২৬.বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে?
উঃ ১৬ টি।

২৭.সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উঃ প্রায় ১৪ কোটি ৮৮ লাখ বর্গ কি.মি.। প্রায় ১৫ কোটি ।
২৮.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড। না থাকলে ৮.৩২ সেকেন্ড
২৯.ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়?
উঃ ১৭৮১ সালে।
৩০.ইউরেনাস কে আবিষ্কার করেন?
উঃ উইলিয়াম হার্শেল।

৩২.সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত?
উঃ ২৮৭ কোটি কি.মি.।
৩৩.সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে?
উঃ ৮৪ বছর।
৩৪.ইউরেনাসের উপগ্রহ কয়টি?
উঃ ৫ টি।

৩৬.নেপচুন কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ১৬৫ বছরে।
৩৭.নেপচুনের উপগ্রহ কয়টি?
উঃ ২ টি।
৩৮.সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?
উঃ প্লুটো।

৪১.প্লুটো আবিষ্কৃত হয় কত সালে?
উঃ ১৯৩১ সালে।
৪২.প্লুটোর কয়টি উপগ্রহ আছে?
উঃ ১ টি।
৪৩.আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ লুব্ধক।
৪৪.সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ পিস্টল স্টার।
৪৫.সবুজ গ্রহ কাকে বলা হয়?
উঃ ইউরেনাসকে।
৪৬.শান্ত সাগর কোথায় অবস্থিত?
উঃ চাঁদে।

৪৭.হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল?
উঃ ১৯৮৬ সালে।
৪৮.কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
উঃ ৭৬ বছর।/ না থাকলে ৭৫ বছর ।
৪৯.গ্যালাক্সির বাংলা নাম কী?
উঃ ছায়াপথ।
৫০.পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উঃ সাড়ে ২৯ দিন।
৫১.সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
উঃ ২৮ গুণ।
৫২.পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
উঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
৫৩.কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়?
উঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
৫৪.সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
উঃ দুবার।
৫৫.বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে?
উঃ ৫ ঘন্টা।

৫৬.লাল গ্রহ কাকে বলা হয়?
উঃ মঙ্গল গ্রহকে।
৫৭.সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
উঃ মিউ সাকাই।
৫৮.সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?
উঃ ইটা ক্যারিনি।
৫৯.সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?
উঃ ১৭৫৯ সালে।
৬০.সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
উঃ প্রক্সিমা সেন্টরাই।
পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে দুইবার সূর্য উঠে এবং দুইবার অস্ত যায় ? ➟ বৃহস্পতি
কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ? ➟ শনি
পৃথিবীর বয়স কত ? ➟ আনুমানিক ৪৫০ কোটি বছর ।
পৃথিবীর ব্যসার্ধ কত ? ➟ 6434 কিমি

পৃথিবীর আকার গোল এই ধারণা কার ? ➟ পিথাগোরাসের
অপসুর কি ? ➟ ৪ জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বাধিক হয় । এ অবস্থাকে অপসূর বলে ।
অনুসুর কি ? ➟ ৩ জানুয়ারি সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বনিম্ন হয় । এ অবস্থাকে বলে অনুসুর ।
কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় ? ➟ ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর
উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে ? ➟ ২১ জুন
উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে ? ➟ ২২ ডিসেম্বর

##আন্তর্জাতিক##
১) বিখ্যাত নিজাম জাদুঘর অবস্থিত – ভারতের হায়াদরাবাদে
২) “ হাক্কানি নেটওয়ার্ক “ জঙ্গিগোষ্ঠি যে দেশের – আফগানিস্তান
৩) জাপানে আঘাত হানা টাইফুনের নাম – জেবি ( ৪ সেপ্টেম্বর ২০১৮)
৪) জাপানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের নাম – NHK
৫) কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত – জাপানের ওসাকা উপসাগরের কৃত্রিম দ্বীপে
৬) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম – পেন্টাগন
৭) সেভেন ডে ডেইলি যে দেশে্ পত্রিকা – মিয়ানমার
৮) মিয়ানমারের রাষ্ট্রীয় পত্রিকার নাম – গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার
৯) বিশ্বের সবচেয়ে দীর্ঘ দাম্পত্য জীবনের অধিকারী জাপানের – মাসাও মিয়াকো দম্পতি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন

১০) প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘের ৬ দিনের সম্মেলন শুরু হয়েছে – ব্যাংকক, থাইল্যান্ড, ৪ সেপ্টেম্বর ২০১৮ থেকে
১১) প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ তে স্বাক্ষর করেছিল – ১৯৭ টি দেশ
১২) প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল – ২০১৫ সালের ফ্রান্সের প্যারিসে
১৩) কোপ ২৪ সম্মেলন অনুষ্ঠিত হবে – ডিসেম্বর ২০১৮, পোল্যান্ডে
১৪) প্যারিস চুক্তি মতে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যায় ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ২০২০ সালের মধ্যে দিতে হবে – ১০ কোটি মার্কিন ডলার সহায়তা

Comments

Popular posts from this blog

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব মুমিনের লক্ষ্য ও উদ্দেশ্য কুরআন انى وجهت وجهى للذي فطر السموات والارض حنيفا وما انا من المشركين ـ (انعام ـ 79) উচ্চারণ: : ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিইয়া লিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকীন। (১) আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি যমীন ও আসমানসমূহকে সৃষ্টি করেছেন এবং আমি কনিকালেও মুশরিকদের মধ্যে শামিল নই। (সূরা আনয়াম: ৭৯) قل ان صلاتى ونسكى ومحياي ومماتى لله رب العلمين ـ (انعام :162) উচ্চারণ: : কুল ইন্না ছালাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়াইয়া ওযা মামাতী লিল্লাহি রাব্বিল আ’লামীন। (২) বল, আমার নামায, আমার যাবতীয় ইবাদত, আমরা জীবন ও মৃত্যু সবকিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য। (সূরা আনয়াম: ১৬২) وما خلقت الجن والانس الا ليعبدون ـ (ذارية ـ 56) উচ্চারণ: : ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া’বুদূন। (৩) আমি জ্বিন ও মানুষকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার বন্...

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে।

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে। SAARC এর সদস্যঃ Exclusive টেকনিকঃ NIPA MBBS পড়তে আগ্রহী। NIPA = নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্থান। MBBS= মালদীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলংকা। ECO – ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ আইতু + ৭ স্তান। =আজারবাইজান, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, কিনঘিজিস্তান, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। D-8 ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ বাপ মা নাই তুমিই সব। বাংলাদেশ, পাকিস্তান, মালয়শিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান। ASEAN এর সদস্যঃ Exclusive টেকনিকঃ MTV তে FILM দেখলে BCS হবে না। Mayanmar, Thailand, Vietnam, Phillipines, Indonesia, Laos, Malaysia, Brunei, Cambodia, Singapore. Super Seven এর সদস্যঃ Exclusive টেকনিকঃ থামাই+ সিতাদহ থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর, তাইওয়ান, দঃ কোরিয়া, হংকং। থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া + FOUR TIGERS. Scandinavian States এর সদস্যঃ Exclusive টেকন...

সাইয়েদ কুতুব শহীদের জীবনী

ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ সাইয়েদ কুতুব শহীদ জন্ম ও শিক্ষাজীবন সাইয়েদ কুতুবের মূল নাম হলো সাইয়েদ ; কুতুব তার বংশীয় উপাধি। তার পূর্বপুরুষরা আরব উপদ্বীপ থেকে এসে মিসরের উত্তরাঞ্চলে বসবাস শুরু করেন। তার পিতার নাম হাজী ইবরাহীম কুতুব। তিনি চাষাবাদ করতেন। তার মাতার নাম ফাতিমা হোসাইন উসমান , যিনি অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। তারা মোট দুই ভাই এবং তিন বোন ছিলেন। ভাইরা হলেন সাইয়েদ কুতুব এবং মুহাম্মাদ কুতুব। আর বোনেরা হলেন হামিদা কুতুব এবং আমিনা কুতুব। পঞ্চম বোনের নাম জানা যায়নি। সাইয়েদ কুতুব ছিলেন সবার বড়। তারা সব ভাই-বোনই উচ্চশিক্ষা লাভ করেন এবং ইসলামী আন্দোলনের জন্য প্রভূত ত্যাগ স্বীকার করেন। সাইয়েদ কুতুব ১৯০৬ সালে মিসরের উসইউত জিলার মুশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার আম্মা ফাতিমা হোসাইন উসমান অত্যন্ত দ্বীনদার ও আল্লাহভীরু মহিলা ছিলেন। সাইয়েদের পিতা হাজী ইবরাহীম চাষাবাদ করতেন কিন্তু তিনিও ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও চরিত্রবান। কর্মজীবন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সাইয়েদ কুতুবের শিক্ষা শুরু হয়। মায়ের ইচ্ছানুসারে তিনি শৈশবেই কোরআন হেফয করেন। পরবর্তীকালে তার পিতা কায়রো ...