Skip to main content

আজকের_প্রথম_আলো_থেকে

##আজকের_প্রথম_আলো_থেকে##
২০ ও ২১ মার্চ, ২০১৯ ( বুধ ও বৃহ : বার)
৬ ও ৭ চৈত্র, ১৪২৫
১২ ও ১৩ রজব ১৪৪০
##দেশ#
১) চলতি অর্থ বছর শেষে জিডিপির প্রবৃদ্ধির হার হবে – ৮.১৩% ( অর্থমন্ত্রী)
২) বর্তমানে দেশে মাথাপিছু  গড় আয় – ১৯০৯ মা. ডলার
৩) চলতি অর্থ বছর শেষে জিডিপির আকার দাঁড়াবে – ২৫ লাখ ৩৬ হাজার ১৭৭ কোটি টাকা
৪) চলতি অর্থ বছর শেষে জিডিপির তুলনায় বিনিয়োগ হবে – ৩১.৫৭%
৫) চলতি অর্থ বছরে বিনিয়োগ খাতে সরকারি অবদান – ৮.১৭%, বেসরকারি খাতে অবদান – ২৩.৪০%
৬) দেশের বর্তমানে দারিদ্র্যের হার – ২১% ( প্রধানমন্ত্রী)
৭) দেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার – ১১% ( ঐ)
৮) মার্চের কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ – ৭ মার্চ, ১৭ মার্চ,  ২৫ মার্চ ও ২৬ মার্চ
৯) মুজিব বর্ষ পালিত হবে – ২০২০ সালের ১৭ মার্চ টু ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত
১০) দীর্ঘ ২৯ বছর পর এবার অনুষ্ঠিত হবে – চাকসু নির্বাচন ( চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ)
১১) সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল – ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি, এরশাদের আমলে
১২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল -১৯৬৬ সালে
১৩) প্রথম চাকসু নির্বাচন হয়েছিল -১৯৭০ সালে
১৪) চাকসুর প্রথম ভিপি ও জিএস ছিলেন – মো. ইব্রাহিম ও মো. আবদুর রব
১৫) আগামী শিক্ষা বর্ষ থেকে থাকছে না – ১ম টু ৩য় শ্রেণীর পরীক্ষা
##আন্তর্জাতিক##
১৬) ফ্রান্সের মন্ত্রী নাতালি লুয়াজুর পোষা বিড়ালের নাম – ব্রেক্সিট!!  ( উল্লেখ্য যুক্তরাজ্যেরর ইইউ থেকে বেরিয়ে যাবার চুক্তির নাম “ ব্রেক্সিট)
১৭) মিয়ানমারের রাখাইনের রাজধানী – সিত্তে
১৮) ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী – বেঙ্গালুরু
১৯) নিউজিল্যান্ডের রাজধানীর নাম – ওয়েলিংটন
২০) মাওবাদিরা যে দেশের জাতিসত্তা – নিউজিল্যান্ড
২১) মাওবাদিদের বিখ্যাত নাচের নাম – “ হাকা নাচ”
২২) মানুষের মৃত্যু ও শোকে মাওবাদরিরা করে থাকে – হাকা নাচ ( এই নাচের মাধ্যমে তারা ভালোবাসা ও সমবেদনা প্রকাশ করে)
২৩) বিশ্বে বাড়ছে উগ্র ডানপন্থীদের হুমকি ও তারা বড় ধরনের হামলা করতে পারে – ইউরোপীয় গোয়েন্দা বিভাগ
২৪) ইউরোপে বড় ধরনের সন্ত্রাসী হামলা গুলো হয়েছে – ২০০৪ সাল থেকে
২৫) যুক্তরাজ্যের নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নাম – “ ব্রিটিশ ন্যাশনাল অ্যাকশন “
২৬) বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর – সিঙ্গাপুর, প্যারিস, হংকং
২৭) সুইজারল্যান্ডের রাজধানী – জুরিখ
২৮) দ. কোরিয়ার রাজধানী – সিউল
২৯) ডেনমার্কের রাজধানী – কোপেনহেগেন
৩০) ইসরায়েলের রাজধানী – তেল আবিব
৩১) বিশ্বের সবচেয়ে কম খরচের শহর – কারাকাস ( ভেনেজুয়েলা)
৩২) সিরিয়ার রাজধানী – দামেস্ক
৩৩) উজবেকিস্তানের রাজধানী – তাসখন্দ
৩৪) আলমাটি শহরটি – কাজাখস্তানে
৩৫) গণিত বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কারের নাম – “ আবেল পুরষ্কার”
৩৬) গনিতের নোবেল নামে খ্যাত এই পুরস্কার এবার পেয়েছেন প্রথম নারী হিসেবে – যুক্তরাষ্ট্রের অধ্যাপক ক্যারেন ক্যাসকালা উলেনবেক
৩৭) এই পুরস্কার প্রদান করে নরওয়ের – একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস
৩৮) সাগর জেলা যে দেশে অবস্থিত – ভারতের মধ্যপ্রদেশে
৩৯) বসনিয়ায় গণহত্যা হয়েছিল – ১৯৯৫ সালে
৪০) লিঙ্গসমতা ও নারীদের মাতৃকালীন সুবিধা নিশ্চিত করনে বিশ্বের প্রথম সারির দেশ – ডেনমার্ক
৪১) কনজারভেটিভ পিপলস পার্টি যে দেশের রাজনৈতিক দলের নাম – ডেনমার্ক
৪২) ভারতের লোকসভার মোট আসন – ৫৪৩ টি
৪৩) বহুজন সমাজ পার্টি যে দেশের রাজনৈতিক দল – ভারতের উত্তরপ্রদেশ
##সম্পাদকীয়##
৪৪) বিশ্ব জুড়ে ২ টি প্রণতার নাম – কোন হামলকারী মুসলিম হলে তার নাম – জঙ্গি, আর শ্বেতাঙ্গ বা পশ্চিমা হলে তার নাম – মানসিক রোগী
৪৫) বিশ্বের ২০১৪ সালের পর থেকে সবচেয়ে বড় ধরনের হামলা গুলো করেছে – উগ্র ডানপন্থীদের দ্বারা
৪৬) নরওয়েতে ডানপন্থী হামলা হয়েছিল – ২০১১ সালে
৪৭) বাংলাদেশের ২য় বৃহত্তম রপ্তানি খাত – চামড়া শিল্প
৪৮) সরকার ২০২১ সাল নাগাদ চামড়া খাত থেকে আয় করতে চায় – ৫ বিলিয়ন ডলার
৪৯) পূর্ব বাংলায় চামড়াশিল্পের যাত্রা শুরু হয়েছিল – ১৯৪০ এর দশকে
##অর্থনীতি##
৫০) দেশে ব্যবসা সহজ করতে বাংলাদেশ অনুসরণ করবে – সিঙ্গাপুরকে
৫১) ব্যবসা সহজি করনে বাংলাদেশের অবস্থান - ১৭৬তম আর সিঙ্গাপুর – ২য়
৫২) ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে সরাসরি উড়বে – ইউএস বাংলা এয়ারলাইনস ( ৩১ মার্চ থেকে)
৫৩) বাণিজ্যযুদ্ধ মিটিয়ে ফেলতে এবার চীনে যাচ্ছে – যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা

Comments

Popular posts from this blog

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব মুমিনের লক্ষ্য ও উদ্দেশ্য কুরআন انى وجهت وجهى للذي فطر السموات والارض حنيفا وما انا من المشركين ـ (انعام ـ 79) উচ্চারণ: : ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিইয়া লিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকীন। (১) আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি যমীন ও আসমানসমূহকে সৃষ্টি করেছেন এবং আমি কনিকালেও মুশরিকদের মধ্যে শামিল নই। (সূরা আনয়াম: ৭৯) قل ان صلاتى ونسكى ومحياي ومماتى لله رب العلمين ـ (انعام :162) উচ্চারণ: : কুল ইন্না ছালাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়াইয়া ওযা মামাতী লিল্লাহি রাব্বিল আ’লামীন। (২) বল, আমার নামায, আমার যাবতীয় ইবাদত, আমরা জীবন ও মৃত্যু সবকিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য। (সূরা আনয়াম: ১৬২) وما خلقت الجن والانس الا ليعبدون ـ (ذارية ـ 56) উচ্চারণ: : ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া’বুদূন। (৩) আমি জ্বিন ও মানুষকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার বন্...

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে।

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে। SAARC এর সদস্যঃ Exclusive টেকনিকঃ NIPA MBBS পড়তে আগ্রহী। NIPA = নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্থান। MBBS= মালদীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলংকা। ECO – ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ আইতু + ৭ স্তান। =আজারবাইজান, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, কিনঘিজিস্তান, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। D-8 ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ বাপ মা নাই তুমিই সব। বাংলাদেশ, পাকিস্তান, মালয়শিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান। ASEAN এর সদস্যঃ Exclusive টেকনিকঃ MTV তে FILM দেখলে BCS হবে না। Mayanmar, Thailand, Vietnam, Phillipines, Indonesia, Laos, Malaysia, Brunei, Cambodia, Singapore. Super Seven এর সদস্যঃ Exclusive টেকনিকঃ থামাই+ সিতাদহ থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর, তাইওয়ান, দঃ কোরিয়া, হংকং। থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া + FOUR TIGERS. Scandinavian States এর সদস্যঃ Exclusive টেকন...

সাইয়েদ কুতুব শহীদের জীবনী

ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ সাইয়েদ কুতুব শহীদ জন্ম ও শিক্ষাজীবন সাইয়েদ কুতুবের মূল নাম হলো সাইয়েদ ; কুতুব তার বংশীয় উপাধি। তার পূর্বপুরুষরা আরব উপদ্বীপ থেকে এসে মিসরের উত্তরাঞ্চলে বসবাস শুরু করেন। তার পিতার নাম হাজী ইবরাহীম কুতুব। তিনি চাষাবাদ করতেন। তার মাতার নাম ফাতিমা হোসাইন উসমান , যিনি অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। তারা মোট দুই ভাই এবং তিন বোন ছিলেন। ভাইরা হলেন সাইয়েদ কুতুব এবং মুহাম্মাদ কুতুব। আর বোনেরা হলেন হামিদা কুতুব এবং আমিনা কুতুব। পঞ্চম বোনের নাম জানা যায়নি। সাইয়েদ কুতুব ছিলেন সবার বড়। তারা সব ভাই-বোনই উচ্চশিক্ষা লাভ করেন এবং ইসলামী আন্দোলনের জন্য প্রভূত ত্যাগ স্বীকার করেন। সাইয়েদ কুতুব ১৯০৬ সালে মিসরের উসইউত জিলার মুশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার আম্মা ফাতিমা হোসাইন উসমান অত্যন্ত দ্বীনদার ও আল্লাহভীরু মহিলা ছিলেন। সাইয়েদের পিতা হাজী ইবরাহীম চাষাবাদ করতেন কিন্তু তিনিও ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও চরিত্রবান। কর্মজীবন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সাইয়েদ কুতুবের শিক্ষা শুরু হয়। মায়ের ইচ্ছানুসারে তিনি শৈশবেই কোরআন হেফয করেন। পরবর্তীকালে তার পিতা কায়রো ...