Skip to main content

ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য

1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল-
Floccinaucinihilipilification
2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং
12+5+20+20+5+18=80
3. ইংরেজি level,madam ও reviverশব্দকে উল্টো করে পড়লে একই হবে।
4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে
৫টি vowel একসঙ্গে আছে।
10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে
সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable

11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ
যার মধ্যে vowel নাই।
12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৪বার vowel আছে।
13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A
(একটি) ও I (আমি) ।
14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল
By।
15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ
Assassination মনে রাখার সহজ উপায় হল
গাধা-গাধা-আমি-জাতি।
16. Lieutenant শব্দের উচ্চারণ
লেফট্যান্যান্ট বানান মনে রাখার
সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-
পিপড়া।
17. University লেখার সময় v এর পরে e
ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর
পরে a ব্যবহৃত হয়।
18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের
পূনারাবৃত্তি নাই।
20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
21. “Executive ও Future“এমন দুটি শব্দ
যাদের এক অক্ষর পর পর vowel আছে.
22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী
অক্ষর ও সংখ্যা আছে।
24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
25. It is raining. Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি
পড়ছে ।
26. Stewardesses হল সবচেয়ে বড়
ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে
শুধু বাম হাত ব্যবহৃত হয়।
27. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার
শেষে mt আছে ।
28. ইংরেজিতে ৩টি শব্দ আছে
যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ
proceed , exceed , succeed
29. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ
যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
30. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে
যাদের শেষে dous আছে। এগুলো হলঃ
tremendous , horrendous , stupendous , hazardous
31. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
32. screeched হল এক syllable বিশিষ্ট
সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
33. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
34. set শব্দের সবচেয়ে বেশি অর্থ
রয়েছে।
35. therein এমন একটি শব্দ যা থেকে
কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন
শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the,
there, he, in, rein, her, here, ere, therein, herein
36. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের
সারি ব্যবহৃত হয়।
37. indivisibility এমন একটি শব্দ যাতে
একটি মাত্র vowel i ৬ বার আছে ।
38. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর
oo,kk,ee পাশাপাশি আছে।
39. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
40. queue একমাত্র ইংরেজি শব্দ যার
শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই
উচ্চারণ হয়।

Comments

Popular posts from this blog

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব মুমিনের লক্ষ্য ও উদ্দেশ্য কুরআন انى وجهت وجهى للذي فطر السموات والارض حنيفا وما انا من المشركين ـ (انعام ـ 79) উচ্চারণ: : ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিইয়া লিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকীন। (১) আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি যমীন ও আসমানসমূহকে সৃষ্টি করেছেন এবং আমি কনিকালেও মুশরিকদের মধ্যে শামিল নই। (সূরা আনয়াম: ৭৯) قل ان صلاتى ونسكى ومحياي ومماتى لله رب العلمين ـ (انعام :162) উচ্চারণ: : কুল ইন্না ছালাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়াইয়া ওযা মামাতী লিল্লাহি রাব্বিল আ’লামীন। (২) বল, আমার নামায, আমার যাবতীয় ইবাদত, আমরা জীবন ও মৃত্যু সবকিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য। (সূরা আনয়াম: ১৬২) وما خلقت الجن والانس الا ليعبدون ـ (ذارية ـ 56) উচ্চারণ: : ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া’বুদূন। (৩) আমি জ্বিন ও মানুষকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার বন্...

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে।

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে। SAARC এর সদস্যঃ Exclusive টেকনিকঃ NIPA MBBS পড়তে আগ্রহী। NIPA = নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্থান। MBBS= মালদীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলংকা। ECO – ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ আইতু + ৭ স্তান। =আজারবাইজান, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, কিনঘিজিস্তান, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। D-8 ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ বাপ মা নাই তুমিই সব। বাংলাদেশ, পাকিস্তান, মালয়শিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান। ASEAN এর সদস্যঃ Exclusive টেকনিকঃ MTV তে FILM দেখলে BCS হবে না। Mayanmar, Thailand, Vietnam, Phillipines, Indonesia, Laos, Malaysia, Brunei, Cambodia, Singapore. Super Seven এর সদস্যঃ Exclusive টেকনিকঃ থামাই+ সিতাদহ থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর, তাইওয়ান, দঃ কোরিয়া, হংকং। থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া + FOUR TIGERS. Scandinavian States এর সদস্যঃ Exclusive টেকন...

সাইয়েদ কুতুব শহীদের জীবনী

ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ সাইয়েদ কুতুব শহীদ জন্ম ও শিক্ষাজীবন সাইয়েদ কুতুবের মূল নাম হলো সাইয়েদ ; কুতুব তার বংশীয় উপাধি। তার পূর্বপুরুষরা আরব উপদ্বীপ থেকে এসে মিসরের উত্তরাঞ্চলে বসবাস শুরু করেন। তার পিতার নাম হাজী ইবরাহীম কুতুব। তিনি চাষাবাদ করতেন। তার মাতার নাম ফাতিমা হোসাইন উসমান , যিনি অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। তারা মোট দুই ভাই এবং তিন বোন ছিলেন। ভাইরা হলেন সাইয়েদ কুতুব এবং মুহাম্মাদ কুতুব। আর বোনেরা হলেন হামিদা কুতুব এবং আমিনা কুতুব। পঞ্চম বোনের নাম জানা যায়নি। সাইয়েদ কুতুব ছিলেন সবার বড়। তারা সব ভাই-বোনই উচ্চশিক্ষা লাভ করেন এবং ইসলামী আন্দোলনের জন্য প্রভূত ত্যাগ স্বীকার করেন। সাইয়েদ কুতুব ১৯০৬ সালে মিসরের উসইউত জিলার মুশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার আম্মা ফাতিমা হোসাইন উসমান অত্যন্ত দ্বীনদার ও আল্লাহভীরু মহিলা ছিলেন। সাইয়েদের পিতা হাজী ইবরাহীম চাষাবাদ করতেন কিন্তু তিনিও ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও চরিত্রবান। কর্মজীবন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সাইয়েদ কুতুবের শিক্ষা শুরু হয়। মায়ের ইচ্ছানুসারে তিনি শৈশবেই কোরআন হেফয করেন। পরবর্তীকালে তার পিতা কায়রো ...