Skip to main content

পরীক্ষার প্রস্তুতিঃ বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভান্ডার

১. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’ – এর এককথায় প্রকাশ কোনটি?
ক. অনিবার্য খ. দুর্নিবার গ. দুর্দমনীয় ঘ. বোরুদ্যমান
সঠিক উত্তর: ক
২. তিনি বললেন, “দয়া করে ভিতরে আসুন।” – এর উক্তি পরিবর্তনে কোনটি সঠিক?
ক. তিনি (আমাকে. ভিতরে যেতে বললেন খ. তিনি (আমাকে. ভিতরে যেতে উপদেশ দিলেন
গ. তিনি (আমাকে. ভিতরে আসতে নির্দেশ করলেন ঘ. তিনি (আমাকে. ভিতরে যেতে অনুরোধ করলেন
সঠিক উত্তর: ঘ
৩. ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
ক. ন খ. ন্য গ. ণ্য ঘ. ণ
সঠিক উত্তর: ঘ
৪. কোন যতি চিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড?
ক. কমা খ. হাইফেন গ. কোলন ঘ. সেমিকোলন
সঠিক উত্তর: গ
৫. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. সৎমা খ. অভাগি গ. হুজুরাইন ঘ. চৌধুরানি
সঠিক উত্তর: ক
৬. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
ক. বাজে খরচ খ. কারখানা/বদনাম গ. আকন্ঠ ঘ. অবগাহন
সঠিক উত্তর: খ
৭. অপর্ত্য অর্থে ‘ষ্ণ’ প্রত্যয় কোন শব্দটিতে বিদ্যমান?
ক. মানব খ. গৌরব গ. শৈশব ঘ. চৈত্র
সঠিক উত্তর: ক
৮. অনুভূতিজাত ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কোনটি?
ক. ঝিম ঝিম খ. টুপটাপ গ. মিউ মিউ ঘ. সাঁ সাঁ
সঠিক উত্তর: ক
৯. “বাংলা, সংস্কৃত ও বিদেশি” – বাংলা ভাষার কোন ধাতুর শ্রেণিবিভাগ?
ক. সাধিত ধাতু খ. যৌগিক ধাতু গ. মৌলিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
সঠিক উত্তর: গ
১০. ‘কান্নায় শোক মন্দীভূত হয়’ – ‘কান্নায়’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. অপাদান কারক খ. কালাধিকরণ গ. ভাবাধিকরণে ৭মী ঘ. আধারাধিকরণ
সঠিক উত্তর: গ
১১. ‘অশ্ব’ শব্দটি কোন শব্দ?
ক. পারিভাষিক শব্দ খ. যৌগিক শব্দ গ. তৎসম শব্দ ঘ. তদ্ভব শব্দ
সঠিক উত্তর: গ
১২. ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
ক. ভাষার সংবিধান খ. ভাষার সংযোজন গ. ভাষা সম্বন্ধে বিশেষ জ্ঞান ঘ. বিশেষভাবে বিশ্লেষণ
সঠিক উত্তর: ঘ
১৩. ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থের মিল রয়েছে কোনটির সাথে?
ক. ব্যাঙের আধুলি খ. অমাবস্যার চাঁদ গ. ঘোড়া রোগ ঘ. কাঁঠালের আমসত্ত্ব
সঠিক উত্তর: ঘ
১৪. ‘বাঁশি’ কোন ধরনের শব্দ?
ক. রূঢ়ি শব্দ খ. যোগরূঢ় শব্দ গ. যৌগিক শব্দ ঘ. পারিভাষিক শব্দ
সঠিক উত্তর: ক
১৫. “ছেলে তো নয় যেন ননীর পুতুল” – উক্ত বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
ক. ব্যঙ্গ প্রকাশ খ. বিরক্তি প্রকাশ গ. বিকল্প প্রকাশ ঘ. আদর প্রকাশ
সঠিক উত্তর: ক
১৬. কোনটি বিস্ময়সূচক বাক্য?
ক. কী করবে? খ. জয়ী হও গ. সকলেই কি সব পারে? ঘ. কী সুন্দর ফুল!
সঠিক উত্তর: ঘ
১৭. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ – এককথায় কী হবে?
ক. অনূঢ়া খ. কুমারী গ. নবোঢ়া ঘ. অবীরা
সঠিক উত্তর: ঘ
১৮. ‘চিকামারা’ বলতে কোনটি বোঝায়?
ক. দেয়ালে লেখা খ. হীন শত্রুর সাথে লড়া গ. শত্রুকে বিনাশ করা ঘ. বাজে কাজ করা
সঠিক উত্তর: ক
১৯. ‘বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন’ – এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. ভাববাচ্য খ. কর্মকর্তৃবাচ্য গ. কর্তৃবাচ্য ঘ. কর্মবাচ্য
সঠিক উত্তর: ঘ
২০. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. উপনদী খ. মনমাঝি গ. নরপশু ঘ. গ্রামান্তর
সঠিক উত্তর: ঘ
২১.‘যে ভিক্ষা চায় তাকে দান করো’ – এটি কোন বাক্য?
ক. মিশ্র বাক্য খ. যৌগিক বাক্য গ. সরল বাক্য ঘ. খন্ড বাক্য
সঠিক উত্তর: ক
২২. যে সব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকে বলে –
ক. কৃৎপ্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয় গ. অনুসর্গ ঘ. শব্দ বিভক্তি
সঠিক উত্তর: খ
২৩. উষ্মবর্ণের ‘শ’ বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণস্থান কোথায়?
ক. ওষ্ঠে খ. জিহ্বায় গ. দন্তমূলে ঘ. পশ্চাৎ দন্তমূলে
সঠিক উত্তর: ঘ
২৪. ‘ডাল-ভাত’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক. সমার্থক খ. মিলনার্থক গ. বিপরীতার্থক ঘ. ভিন্নার্থক
সঠিক উত্তর: ঘ
২৫. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ?
ক. মধ্যম পুরুষের সাধারণ রূপ খ. মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
গ. নাম পুরুষের সাধারণ রূপ ঘ. নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
সঠিক উত্তর: ঘ
২৬. কোনটি বিশেষ্য পদের দ্বিরুক্তি?
ক. হেসে হেসে খ. কাকে কাকে গ. ভাইয়ে ভাইয়ে ঘ. ভালয় ভালয়
সঠিক উত্তর: গ
২৭. কোনটি ভাববাচ্যের বাক্য?
ক. কাফেলা দস্যুদল কর্তৃক আক্রান্ত হল খ. আজ আর তোমার খাওয়া হবে না
গ. তুমি খেলে না কেন ঘ. তোমাকে অনেকবার বলেছি
সঠিক উত্তর: খ
২৮. ‘কর্ম সম্পাদনে পরিশ্রমী’ – বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক. কর্মী খ. কর্মঠ গ. পরিশ্রমী ঘ. কর্মপটু
সঠিক উত্তর: খ
২৯. ব্যাকরণের ‘ধ্বনিতত্ত্ব’ অংশে আলোচিত হয় –
ক. বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান খ. শব্দ, পদ, লিঙ্গ, বচন, কারক, সমাস, প্রত্যয়
গ. বাক্য প্রকরণ, বাক্য, বাগধারা ইত্যাদি ঘ. ওপরের সব কয়টি
সঠিক উত্তর: ক
৩০. ‘এক চোখা’ – বাগধারার অর্থ কী?
ক. পক্ষপাতহীন খ. এক চক্ষুবিশিষ্ট গ. পক্ষপাতবিশিষ্ট ঘ. এক চোখ কানা যার
সঠিক উত্তর: গ
৩১. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
ক. কমা খ. হাইফেন গ. প্রশ্নবোধক ঘ. বিস্ময়সূচক
সঠিক উত্তর: ঘ
৩২. ‘কোকিল’ – এর সমার্থক প্রতিশব্দ কোনটি?
ক. কেশ খ. অহি গ. পিক ঘ. রবি
সঠিক উত্তর: গ
৩৩. “রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল” – বাক্যটি গঠন অনুসারে –
ক. সরল বাক্য খ. জটিল বাক্য গ. যৌগিক বাক্য ঘ. আশ্রিত খন্ডবাক্য
সঠিক উত্তর: ক
৩৪. একাক্ষর সর্বনাম পদের ‘এ’ কীরূপ হয়?
ক. বিবৃত খ. অসংবৃত গ. বিস্তৃত ঘ. সংবৃত
সঠিক উত্তর: ঘ
৩৫. অনুজ্ঞার সংজ্ঞা অনুযায়ী অনুজ্ঞা কোন পুরুষে সীমাবদ্ধ?
ক. উত্তম খ. মধ্যম গ. নাম ঘ. প্রথম
সঠিক উত্তর: খ
৩৬. ‘পাঠক’ শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?
ক. দেশি খ. সংস্কৃত মূল গ. বিদেশি ঘ. খাঁটি বাংলা
সঠিক উত্তর: খ
৩৭. “কথাটা ছড়িয়ে পড়েছে।” যৌগিক ক্রিয়া গঠনে ‘পড়্’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃতহয়েছে?
ক. সমাপ্তি খ. আকস্মিকতা গ. ক্রমশ ঘ. ব্যাপ্তি
সঠিক উত্তর: ঘ
৩৮. ‘ফির্’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. প্রার্থনা অর্থে খ. আহ্বান অর্থে গ. পুনরাবৃত্তি অর্থে ঘ. শোনা অর্থে
সঠিক উত্তর: গ
৩৯. “রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত” – কোন প্রকারের কর্তার উদাহরণ?
ক. ভাববাচ্যের কর্তা খ. ব্যতিহার কর্তা গ. কর্মবাচ্যের কর্তা ঘ. কর্মকর্তৃবাচ্যের কর্তা
সঠিক উত্তর: খ
৪০. ‘কানে কানে যে কথা = কানাকানি’ – এটি কোন সমাসের উদাহরণ?
ক. অব্যয়ীভাব খ. সপ্তমী তৎপুরুষ গ. অলুক বহুব্রীহি ঘ. ব্যতিহার বহুব্রীতি
সঠিক উত্তর: ঘ
৪১. ‘অহিংসা পরম ধর্ম’ – এখানে ‘ধর্ম’ কী?
ক. সুনীতি খ. স্বভাত গ. সৎকাজ ঘ. উৎকর্ষ
সঠিক উত্তর: গ
৪২. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. আগুন খ. সূর্য গ. নদী ঘ. পানি
সঠিক উত্তর: ঘ
৪৩. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
ক. বিশেষণে খ. অব্যয়ে গ. সর্বনামে ঘ. বিশেষ্যে
সঠিক উত্তর: ক
৪৪. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন খ. কমা গ. দাঁড়ি ঘ. লোপ চিহ্ন
সঠিক উত্তর: খ
৪৫. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
ক. ফলা খ. কার গ. রেখা ঘ. যুক্তবর্ণ
সঠিক উত্তর: খ
৪৬. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
সঠিক উত্তর: খ
৪৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক. পরিষ্কার খ. ষড়ানন গ. সংস্কার ঘ. আশ্চর্য
সঠিক উত্তর: ঘ
৪৮. ‘শম্বর’ অর্থ কী?
ক. হরিণ খ. সিংহ গ. হাতি ঘ. ঘোড়া
সঠিক উত্তর: ক
৪৯. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
ক. কেতা খ. টো গ. গাছি ঘ. গুলিন
সঠিক উত্তর: খ
৫০. ‘মরদ’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. মরদী খ. মরদিনী গ. জেনানা ঘ. জেনানী
সঠিক উত্তর: গ

Comments

Popular posts from this blog

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব

বিষয় ভিত্তিক আয়াত-হাদিসঃ মুমিনের লক্ষ্য উদ্দেশ্য - দাওয়াত - সংগঠন - প্রশিক্ষণ - ইসলামী শিক্ষা - ইসলামী বিপ্লব মুমিনের লক্ষ্য ও উদ্দেশ্য কুরআন انى وجهت وجهى للذي فطر السموات والارض حنيفا وما انا من المشركين ـ (انعام ـ 79) উচ্চারণ: : ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিইয়া লিল্লাযী ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাও ওয়া মা আনা মিনাল মুশরিকীন। (১) আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি যমীন ও আসমানসমূহকে সৃষ্টি করেছেন এবং আমি কনিকালেও মুশরিকদের মধ্যে শামিল নই। (সূরা আনয়াম: ৭৯) قل ان صلاتى ونسكى ومحياي ومماتى لله رب العلمين ـ (انعام :162) উচ্চারণ: : কুল ইন্না ছালাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়াইয়া ওযা মামাতী লিল্লাহি রাব্বিল আ’লামীন। (২) বল, আমার নামায, আমার যাবতীয় ইবাদত, আমরা জীবন ও মৃত্যু সবকিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য। (সূরা আনয়াম: ১৬২) وما خلقت الجن والانس الا ليعبدون ـ (ذارية ـ 56) উচ্চারণ: : ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া’বুদূন। (৩) আমি জ্বিন ও মানুষকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার বন্...

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে।

মনে রাখার সহজ কৌশলে Exclusive টেকনিকে আর্ন্তজাতিক বিষয়াবলী সাধারন জ্ঞান। আশা করি মনোযোগ দিয়ে একবার পড়লেই মনে থাকবে। SAARC এর সদস্যঃ Exclusive টেকনিকঃ NIPA MBBS পড়তে আগ্রহী। NIPA = নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্থান। MBBS= মালদীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলংকা। ECO – ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ আইতু + ৭ স্তান। =আজারবাইজান, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, কিনঘিজিস্তান, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। D-8 ভুক্ত শর্টকাট মনে রাখার নিয়মঃ Exclusive টেকনিকঃ বাপ মা নাই তুমিই সব। বাংলাদেশ, পাকিস্তান, মালয়শিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান। ASEAN এর সদস্যঃ Exclusive টেকনিকঃ MTV তে FILM দেখলে BCS হবে না। Mayanmar, Thailand, Vietnam, Phillipines, Indonesia, Laos, Malaysia, Brunei, Cambodia, Singapore. Super Seven এর সদস্যঃ Exclusive টেকনিকঃ থামাই+ সিতাদহ থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর, তাইওয়ান, দঃ কোরিয়া, হংকং। থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া + FOUR TIGERS. Scandinavian States এর সদস্যঃ Exclusive টেকন...

সাইয়েদ কুতুব শহীদের জীবনী

ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ সাইয়েদ কুতুব শহীদ জন্ম ও শিক্ষাজীবন সাইয়েদ কুতুবের মূল নাম হলো সাইয়েদ ; কুতুব তার বংশীয় উপাধি। তার পূর্বপুরুষরা আরব উপদ্বীপ থেকে এসে মিসরের উত্তরাঞ্চলে বসবাস শুরু করেন। তার পিতার নাম হাজী ইবরাহীম কুতুব। তিনি চাষাবাদ করতেন। তার মাতার নাম ফাতিমা হোসাইন উসমান , যিনি অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। তারা মোট দুই ভাই এবং তিন বোন ছিলেন। ভাইরা হলেন সাইয়েদ কুতুব এবং মুহাম্মাদ কুতুব। আর বোনেরা হলেন হামিদা কুতুব এবং আমিনা কুতুব। পঞ্চম বোনের নাম জানা যায়নি। সাইয়েদ কুতুব ছিলেন সবার বড়। তারা সব ভাই-বোনই উচ্চশিক্ষা লাভ করেন এবং ইসলামী আন্দোলনের জন্য প্রভূত ত্যাগ স্বীকার করেন। সাইয়েদ কুতুব ১৯০৬ সালে মিসরের উসইউত জিলার মুশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার আম্মা ফাতিমা হোসাইন উসমান অত্যন্ত দ্বীনদার ও আল্লাহভীরু মহিলা ছিলেন। সাইয়েদের পিতা হাজী ইবরাহীম চাষাবাদ করতেন কিন্তু তিনিও ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও চরিত্রবান। কর্মজীবন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সাইয়েদ কুতুবের শিক্ষা শুরু হয়। মায়ের ইচ্ছানুসারে তিনি শৈশবেই কোরআন হেফয করেন। পরবর্তীকালে তার পিতা কায়রো ...