যাদের চক্রান্ত নাকাম করার জন্য গজবের বোমা নির্ধারীত হয়ে আছে তার ভয়াব হতা,সময়সূচী ও ধ্বংসের বিস্তৃতি কোন কিছুই কারো জানার সুযোগ নেই।ধ্বংস থেকে আত্মরক্ষার জন্য পূর্বাভাস জেনে বিপদ সংকেত ঘোষনা করা ও আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেয়ার সুযোগ কোন জাতিকে অতীতে দেয়া হয়নি এবং ভবিষৎতে ও দেয়া হবেনা।সিদ্ধান্ত বাস্তবায়নে আল্লাহকে কোন সময়,সুযোগের অপেক্ষা করা,উপায়-উপকরন সংগ্রহের প্রয়োজন হয়না।মানব ইতিহাসের প্রতিটি যুগে দ্বীনের দায়ীদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত তাগুতী শক্তিরা নিক্ষেপ করেছে ষড়যন্ত্রের বিষাক্ত তীর,পাঠিয়েছে গ্রেফতারের ভয়াল চিঠি,রিমান্ডের নামে অকথ্য নির্যাতন।এতে দায়ীদের জীবনে পরীক্ষার তীব্রতা বেড়েছে,বেড়েছে যাতনার কাল-রাত;কিন্তু তাদেরকে সমূলে নিশ্চিহ্ন করা যায়নি।কোন যড়যন্ত্রকারী,হত্যার পরিকল্পনাকারী,দাওয়াতের বিরোধিতাকারীকে আল্লাহ শাস্তি ভোগ করা ছাড়া কবরে যেতে দেননি।আল্লাহ তার বান্দাকে গজব দিতে চাননা।অনাচারি আওয়ামীলীগ তার গজবকে আহবান করছে।এই ভয়াব হ ও নির্মম সিদ্ধান্ত রাতের আধারে,ঘুমের ঘোরে,ব্যস্ত অবস্থায় দিনের আলোতে অচানক এসে যাবে আওয়ামী সরকারের উপর।আজ ছাত্র শিবিরকে ঈমান,চরিত্র,সাহস ও যোগ্যতা দিয়ে শত্রুর ষড়যন্ত্র বুঝতে হবে।নিরাশ না হয়ে মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে ধৈর্যের সাথে।
আল্লাহর নিক্ষীপ্ত চাল পরাশক্তির সকল প্রকার ষড়যন্ত্রের জাল নিশ্চিহ্ন করে এই জালিম সরকারকে মিশিয়ে দিয়ে রাজপথে আমাদের প্রান প্রিয় অভিবাবক দেলোয়ার হোসাইন ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।আমাদের বিশ্বাস পাহাড়সম।
আল্লাহর নিক্ষীপ্ত চাল পরাশক্তির সকল প্রকার ষড়যন্ত্রের জাল নিশ্চিহ্ন করে এই জালিম সরকারকে মিশিয়ে দিয়ে রাজপথে আমাদের প্রান প্রিয় অভিবাবক দেলোয়ার হোসাইন ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।আমাদের বিশ্বাস পাহাড়সম।
Comments
Post a Comment