ইসলামের উপর নির্যাতনের প্রচন্ড রুপ নিয়েছে আজ।চলছে বয়কট ,
নির্যাতন,নিষ্পেষন,
পারসিকিউশন,অবরোধ,
লৌমহর্ষক যার বর্ণনা পৃথিবীর আর কোন কিতাবে নেই।
জীবন্ত মানবের পায়ে ঠান্ডা
মাথায় গুলি করা হচ্ছে।চোখে আঙ্গুন দিয়ে জীবন্ত
মানবের চেহারা বিকৃত করা হচ্ছে।রিমান্ডে নিয়ে তাদের গায়ের মাংশ হাড্ডি থেকে পৃথক করা হচ্ছে।এই জাতের কঠিন থেকে কঠিন বিপদ অবতীর্ণ হচ্ছে।রাসূল (সঃ) এর জীবদ্বশায় হয়েছে।তার মানে ইসলামী আন্দোলনের পথে ইহা না হ ওয়ার কোন পথ নেই।জেনে বুঝেই এই পথে আসো। কুসমাস্তীর্ণ কোন পথ,শুধু ইসতেকবাল করার,ফুলের মালা দেয়ার কোন পথ নেই।এই হচ্ছে জীবন বাজি রাখার পথ।এই হল বিপ্লবের খুনে রাঙ্গা পথ।কে এই পথে আসতে পারবে
হে দুঃসাহসীরা এগিয়ে আস।
ভীরু,কাপুরুষরা দূরে চলে যাও।বিপ্লব কোন দিন বিজয় হলে তোমরা হয়তো আসবে।আজ তোমাদের প্রয়োজন নেই।আজ জীবন্ত আগুনে ঝাপ দিতে হবে।
কে আছো জোয়ান,
হ ও আগোয়ান
হাকিছে ভবিষৎ
এই তুফান ভারি
দিতে হবে পাড়ি
নিতে হবে তড়ি পার।
এখানে ভীরু,কাপুরুষের কোন জায়গা নেই।মাওলানা বলেন-
এইতো হল ঐ নরশার্দুল বিপ্লবীদের কাজ।
যারা বাতাসের গতি বদলে দেবে।
যারা নদীর স্রোতকে ঘুরিয়ে দেবে।যারা পৃথিবীকে কানে ধরিয়ে তার পিছু হাটাবে।
এই জাতের লোকদের কাজের মাধ্যমেই আসবে বিপ্লব।
বিপ্লবতো জলন্ত আগুনের নাম।
এর সাথে থাকা কি স হজ বিষয়?
এই আগুন সার্বক্ষনিক দাহ দেবে।
অস হ্য এক যাতনার অনলে জ্বলে
পুড়ে ছাই করে দিবে তোমাকে।একটি সমাজ ব্যবস্থা বদলে দেয়ার জন্য পৃথিবীর বিপ্লবের ইতিহাসে বেশি লোকের দরকার নেই।বিপ্লব করেছে খুব ই কম সংখ্যক লোক।আজ বিপ্লবের জন্য শিবিরকে ডাকছে বিপ্লবের ইতিহাস।
নির্যাতন,নিষ্পেষন,
পারসিকিউশন,অবরোধ,
লৌমহর্ষক যার বর্ণনা পৃথিবীর আর কোন কিতাবে নেই।
জীবন্ত মানবের পায়ে ঠান্ডা
মাথায় গুলি করা হচ্ছে।চোখে আঙ্গুন দিয়ে জীবন্ত
মানবের চেহারা বিকৃত করা হচ্ছে।রিমান্ডে নিয়ে তাদের গায়ের মাংশ হাড্ডি থেকে পৃথক করা হচ্ছে।এই জাতের কঠিন থেকে কঠিন বিপদ অবতীর্ণ হচ্ছে।রাসূল (সঃ) এর জীবদ্বশায় হয়েছে।তার মানে ইসলামী আন্দোলনের পথে ইহা না হ ওয়ার কোন পথ নেই।জেনে বুঝেই এই পথে আসো। কুসমাস্তীর্ণ কোন পথ,শুধু ইসতেকবাল করার,ফুলের মালা দেয়ার কোন পথ নেই।এই হচ্ছে জীবন বাজি রাখার পথ।এই হল বিপ্লবের খুনে রাঙ্গা পথ।কে এই পথে আসতে পারবে
হে দুঃসাহসীরা এগিয়ে আস।
ভীরু,কাপুরুষরা দূরে চলে যাও।বিপ্লব কোন দিন বিজয় হলে তোমরা হয়তো আসবে।আজ তোমাদের প্রয়োজন নেই।আজ জীবন্ত আগুনে ঝাপ দিতে হবে।
কে আছো জোয়ান,
হ ও আগোয়ান
হাকিছে ভবিষৎ
এই তুফান ভারি
দিতে হবে পাড়ি
নিতে হবে তড়ি পার।
এখানে ভীরু,কাপুরুষের কোন জায়গা নেই।মাওলানা বলেন-
এইতো হল ঐ নরশার্দুল বিপ্লবীদের কাজ।
যারা বাতাসের গতি বদলে দেবে।
যারা নদীর স্রোতকে ঘুরিয়ে দেবে।যারা পৃথিবীকে কানে ধরিয়ে তার পিছু হাটাবে।
এই জাতের লোকদের কাজের মাধ্যমেই আসবে বিপ্লব।
বিপ্লবতো জলন্ত আগুনের নাম।
এর সাথে থাকা কি স হজ বিষয়?
এই আগুন সার্বক্ষনিক দাহ দেবে।
অস হ্য এক যাতনার অনলে জ্বলে
পুড়ে ছাই করে দিবে তোমাকে।একটি সমাজ ব্যবস্থা বদলে দেয়ার জন্য পৃথিবীর বিপ্লবের ইতিহাসে বেশি লোকের দরকার নেই।বিপ্লব করেছে খুব ই কম সংখ্যক লোক।আজ বিপ্লবের জন্য শিবিরকে ডাকছে বিপ্লবের ইতিহাস।
Comments
Post a Comment