৮ই ফেব্রুয়ারি,নির্মমতার প্রতিচ্ছবি মু.রাজিফুল হাসান বাপ্পি সবুজ-শ্যামল, পাহাড় ঘেরা আর শতজাত পাখিদের কলকাকলিতে মুখরিত প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্যের এক লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই আবহমান বাংলার সকল অতীত ঐতিহ্যকে ধারণ করেই পরিচালিত হয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন মতাদর্শের রাজনীতি চর্চাও এখানে স্থান পেয়েছে বেশ গুরুত্বের সাথে। স ্বাধীনতার পর থেকেই মুক্ত চর্চার এই বিদ্যাপীঠে নতুন আঙ্গিকে পদযাত্রা শুরু করে বিভিন্ন ছাত্রসংগঠন। আদর্শিক মানদন্ডে উৎরাতে না পেরে স্তিমিত হয়েছে অনেকেই। তবে ক্ষমতার মোহে আদর্শকে বিলীন করে ব্যাক্তিগত স্বার্থোদ্ধার আর শোষণ-নিপীড়নের প্রয়াসে আজো তৎপর অনেক সংগঠন। এদিকে ইসলামী ছাত্রশিবির নিজেদেরকে আদর্শের মানদন্ডে যোগ্য প্রমাণ করে এই ক্যাম্পাসের প্রতিটি পত্রপল্লবের সবুজের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। সেই আশির দশক হতে ইসলামী ছাত্রশিবির তাদের বিন¤্র আচরণ, মোয়ামেলাত আর ইসলামী জীবনাদর্শকে ব্যক্তি জীবনে ধারনের মাধ্যমে ইসলামের সুমহান বাণী প্রচার করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র,...